cropped 2 1

বেইলি রোড ব্রাঞ্চ- ০২

বেইলি রোড ব্রাঞ্চ- ০২

নবাবী ভোজ বেইলি রোডের প্রাণকেন্দ্রে অবস্থিত নান্দনিক পরিবেশে সর্বোচ্চ খাদ্যমান নিশ্চিতকারী রজকীয় খাবার পরিবেশনায় অনন্য। প্রশিক্ষিত একদল কর্মীর সরাসরি তত্ত্বাবধানে প্রয়োজনীয় মানসম্পন্ন খাদ্য উপাদান টাটকা ও তাজা অবস্থায় সংগ্রহ করা হয়। অভিজ্ঞ মান যাচাইকারী টিম সেই উপাদান/ কাঁচামালের মান নিরীক্ষা করে। রন্ধন প্রক্রিয়ায় কোনো রকম কেমিক্যাল (ক্ষতিকর) বা ফুড কালার যাতে  ব্যবহার না করা হয়- সেই ব্যাপারে কতৃপক্ষ সর্বদা সর্বোচ্চ সজাগ থাকে। অভিজ্ঞ রাঁধুনী ও স্মার্ট একদল পরিবেশক খাবারের মন-মাতানো ও রাজকীয় স্বাদ, সৌরভ ও পরিবেশন নিশ্চিত করতে বদ্ধপরিকর।  

বেইলি রোড ব্রাঞ্চ- ০২।। এ কিউ পি শপিং মল, ১৪৩/২ নিউ বেইলি রোড, ৩৩ নাটক সারণি, সিদ্ধেশ্বরি, ঢাকা- ১০০০।

ইমেইল : nawabivoj@gmail.com

হেল্পলাইন : +8801304440555, +8801941453309